Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দত্তপাড়া রামরতন বহুমুখী উচ্চ বিদ্যালয় ।
স্থান

On the north side of Dattapara Bazar

কিভাবে যাওয়া যায়

লক্ষ্মীপুর জেলা শহর হতে প্রথমে বাসে কিংবা সিএনজি যোগে বটতলী.( ভাড়া প্রতি জন ১৫ টাকা ২০ টাকা ) বটতলী হতে সিএনজি যোগে দত্তপাড়া বাজারের পরে ( উক্ত স্কুলের নাম বললেই চলবে)

যোগাযোগ

0

বিস্তারিত

দত্তপাড়া  রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়টি ১৯০৫ইং সনে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠা করেন অত্র এলাকার তৎকালিন জমিদার রামরতন গুহরায়। এটি মাধ্যমিক বিদ্যালয় হিসাব আত্মপ্রকাশ করে ১৯১২ইং সনে । বিদ্যালয়টি ১৯৩০ইং সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী মঞ্জুরীর স্বীকৃতি পায়। এটি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার অন্তর্গত ৮নং দত্তপাড়া ইউনিয়নের কেন্দ্রস্থল দত্তপাড়া বাজার হইতে ৪০০ গজ উত্তরে অবস্থিত। এটি বটতলী-কচুয়া রাস্তার পূর্ব পার্শ্বে বিদ্যমান, দক্ষিন মুখ করে দাঁড়িয়ে আছে শত বছরের প্রাচীন বিদ্যাপিঠটি।   এর সামনে আছে ৭.৫ একর ভূমির উপর মনোরম একটি দিঘী যার মনোহারিনী সৌর্ন্দয্য বিদ্যালয়টিকে করেছে বৈশিষ্টমন্ডিত। যা শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তোলেছে। বিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক অবকাঠামো ০২ একরের ও বেশী জায়গার উপর প্রতিষ্ঠিত। ২টি দ্বিতীয় তলা ও ২টি এক তলা  বিশিষ্ঠ ভবন। তার-ই সাথে আছে একটি বিশাল এবং আধুনিক অডিটরিয়াম যাতে  বিদ্যালয়রে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।  বিদ্যালয়ের আছে১.৬২ একর বিশিষ্ঠ একটি বিশাল মাঠ, এছাড়া আছে ১টি মসজিদ, ২টি ছাত্রাবাস এবং ০১টি ষ্টাফ কোয়াটার। বিদ্যালয়ের  সর্বমোট সম্পত্তির পরিমান ১১ একর। অত্র বিদ্যালয়ে ১৯৭৬ খ্রী: থেকে এস.এস.সি পরীক্ষা কেন্দ্র এবং ২০১০ খ্রী থেকে জে.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।