দত্তপাড়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী দিঘী হিসেবে এই পুরান দিঘীটি বেশ পরিচিত। স্থানীয়ভাবে জানা যায়, তৎকালীন রাজা নারায়ণ চন্দ্র চৌধুরী এ দিঘীটি খনন করেন। ইহা অত্র ইউনিয়নের সর্ববৃহৎ দিঘী। এ দিঘীতে আমাদের জাতীয় ফুল শাপলা (লাল) প্রচুর পরিমাণে ফুটে থাকে।
অত্র দিঘীর পূর্ব পার্শ্বে দাই বাড়ী, পশ্চিম পার্শ্বে দত্তপাড়া বাজার, দক্ষিণ পার্শ্বে দত্তপাড়া আলিম মাদ্রাসা ও উত্তর পার্শ্বে দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয় রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস