বাংলাদেশ থেকে শিগগিরই আরও তিন লক্ষাধিক শ্রমিক নেবে মালয়েশিয়া। ঢাকা সফররত মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি গতকাল সোমবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান। পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকায় নিযুক্ত মালয়েশীয় হাইকমিশনার নরলিন ওথমানও উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কৃষি খাতে আরও শ্রমিক নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মালয়েশিয়ায় বিপুল পরিমাণ জমি পতিত রয়েছে। ইউএনবি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস