লক্ষ্মীপুর সদর উপজেলার ৮নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপনির্বাচনে বিএনপির প্রার্থী বেলাল হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে ৫ হাজার ৪৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা মিয়া তালা-চাবি প্রতীক নিয়ে ৩ হাজার ৪৪৮ ভোট পেয়েছেন। ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত ৮নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৯টি ভোট কেন্দ্র স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও কঠোর নিরাপত্তার কারণে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯টি কেন্দ্রে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল। প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৫ই মে দুপুরে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন শামীম (৪০)-সহ ৩ জনকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে প্রতিপক্ষ আসাদুজ্জামান বাবুল বাহিনীর লোকজন। মান্দারী ইউনিয়নের জামিরতলিতে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ ঘটনা ঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস