Title
দত্তপাড়া ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা ।
Details
লক্ষীপুর: সদর উপজেলার আট নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শেখ ফরিদ সোমবার দুপুরে জানান, এ ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও মনোনয়নপত্র দাখিল, ১ আগষ্ট মনোনয়নপত্র বাছাই, ৪ আগষ্ট মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৩ আগষ্ট নির্বাচন (ভোট গ্রহণ) অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, গত ১৫ মে লক্ষ্মীপুর সদর উপজেলার জামিরতলী এলাকায় দত্তপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান নুর হোসেন শামীম ওরফে শামীম বাহিনীর সাথে প্রতিপক্ষ বাবুল বাহিনীর বন্দুকযুদ্ধে চেয়ারম্যান শামীম তার কয়েকজন সহযোগীসহ মারা যায় এবং অস্ত্র সহ আরো কয়েকজন পুলিশের হাতে দরা পড়ে।
এতে ওই ঘটনায় দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় উপজেলা নির্বাচন কমিশন ফের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। - See more at: http://www.khaskhabor.com/chittagong/2013/07/15/5001#sthash.lsfoUo29.dpuf